শিক্ষা

একদিনে করোনায় মৃত্যু ৫ জনের, আক্রান্ত ৫৫২


করোনায়  আক্রান্ত হয়ে একদিনে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৭৫ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৫২ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৯০ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিনজন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ১৭৭ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ১৯৩ জনের। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭ জনের। নমুনা সংগ্রহের হার বেড়েছে ৩ দশমিক ৯৪ শতাংশ। পরীক্ষা বেড়েছে ৪ দশমিক ৫৬ শতাংশ। মোট পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬ জনের।’

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নিহত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী। তারা সবাই ঢাকার। নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে ১৬৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১ হাজার ৬৩২ জন

মন্তব্য