নির্বাচিত রান্নাঘর

করোনায় ঝুঁকি নিয়ে ফেনী থেকে ঢাকার পথে শ্রমিকরা


করোনার ঝুঁকি নিয়েও চাকরি বাঁচাতে ফেনী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছেন পোশাক শ্রমিকরা। যান চলাচল বন্ধ জেনেও সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে ফেনীর বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা রিকশা-অটোরিকশা করে বা পায়ে হেঁটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহীপালে এসে ভিড় করতে দেখা গেছে। তাদের অনেকে গাদাগাদি করে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ভ্যানে করে রওনা হয়েছেন।

শ্রমিকরা জানান, গার্মেন্টস খুলেছে বলে কারখানা থেকে ফোনে তাদের জানানো হয়েছে। না গেলে ছাঁটাই করা হবে বলে কর্তৃপক্ষ হুমকি দিয়েছে, তাই কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছেন তারা।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫ মে পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এসময় পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন ও সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। বন্ধ ছিল পোশাক খাতও। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রোববার (২৬ এপ্রিল) থেকে রফতানিমুখী পোশাক কারখানাগুলো সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বিজিএমইএ। তবে আপাতত দূর-দূরান্ত থেকে শ্রমিকদের শিল্পাঞ্চলে ফিরতে নিষেধ করেছে সংগঠনটি। কিন্তু ছুটি পেয়ে যারা গ্রামের বাড়ি গিয়েছিলেন, তারা যে যেভাবে পেরেছেন ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন।

মন্তব্য