আমার স্বাগতা ইচ্ছেগুলি
প্রচণ্ড ঝড়!
ইচ্ছে করলো না কোথাও যেতে
ঝড় থামার পরেও
উত্তাল বাতাসের বিড়ম্বনা
বড্ড অশান্ত!
তার চেয়ে ভালো
পড়ে নেই এইবেলা
প্রিয় কবির
‘আমার শ্যামশ্রী ইচ্ছে
আমার স্বাগতা ইচ্ছেগুলি’
সঙ্গে এক পেয়ালা চা, বেশ হয়!
বরং সত্যিই আনন্দময়
এমন অলস বেলায় একান্ত কাব্যচর্চা
সত্যিই রোমাঞ্চকর,
প্রথম প্রেমের মতো তথাগত।
আহা, কী ভালো,
বেলা পড়ে এলে
খানিক গড়িয়ে নিলে
প্রিয় অনুভবে ছড়িয়ে যাবে মন,
তখন মনে হবেই:
মাঝেমাঝে বাতাস নামিয়ে
এমন মাঝদুপুরে
ঝড়, জল, বৃষ্টিই বরং ভালো।
এই হঠাৎ ছুটি আমায়
স্বেচ্ছায় কবিতা পড়ায়,
কিংবা কবিতাই আমাকে জানায়
তার গোপন কথাটি!
আমি ভুলে যাই
বাইরে কোথাও অথবা
কাজে যাবার কথা ছিল!
আহা! ঝড়, জল, বৃষ্টি
আহা! স্মৃতি কাতরতা!
মন্তব্য