রান্নাঘর

করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে ২ জনের মৃত্যু


চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে দুজন মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তারা মারা যান। তারা হলেন—ফরিদগঞ্জের পশ্চিম লাড়ুয়া এলাকার শারমিন (১৪)। একই উপজেলার নয়ারহাট এলাকার আনোয়ারা (৭৫)। চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।

ডা. সুজাউদ্দৌলা জানান, গত মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে আনোয়ারা চাঁদপুর জেনারেল হাসপাতালে আসলে সন্দেহভাজন রোগী হিসেবে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর বুধবার দিবাগত রাতে তিনি আইসোলেশন ওয়ার্ডেই মারা যান। আর কিশোরী শারমিন করোনার উপসর্গ নিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় চাঁদপুর সদর হাসাতালের আইসোলেশনে ভর্তি হয়েছিল। ভর্তির ১২ ঘণ্টা পর বৃহস্পতিবার ১২টার দিকে সে মারা যায়। তাদের দুজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তারা করোনায় আক্রান্ত ছিল কি না।

এই চিকিৎসক বলেন, ‘তাদের মরদেহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে।’ এছাড়া তাদের বাড়ি লকডাউনের জন্য প্রশাসনকে বলা হয়েছে বলেও তিনি জানান।

মন্তব্য