উপকূল রিপোর্ট
জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর ৭০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় একই উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিহতের নিজ বাড়ির ১৫টি পরিবারকে লকডাউন করে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার।
মৃত রেজাউল করিম জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তির পর মারা যান। এর আগেও তিনি অসুস্থ ছিলেন বলে জানা যায়। তার বাড়িতে দুই জন ইতালিফেরত প্রবাসী ছিলেন। তারা এখনও বাড়িতে অবস্থান করছেন।
লক্ষ্মীপুর থানার অফিসার ইনর্চাজ আজিজুর রহমান জানান, তাদের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। তারা কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না। তাদের বাড়িতে কেউ যেতেও পারবে না। তাদের জরুরি কোনও কিছুর প্রয়োজন হলে তারা পুলিশকে ফোন করবে। পুলিশ তাদের প্রযোজনীয় জিনিসপত্র পৌঁছে দেবে।