শিক্ষা

কেউ না খেয়ে থাকবে না: প্রধানমন্ত্রী


সরকার খাদ্য উৎপাদনের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কাজেই দেশে আর কোনোদিন কেউ না খেয়ে থাকবে না।’ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় ‘বিশ্ব খাদ্য দিবস-২০২০’ উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেক মানুষ যেন চিকিৎসাসেবা পায় সে জন্য তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছি। কেউ পুষ্টিহীনতাতেও ভুগবে না, সেজন্য মায়েদেরও মাতৃত্বকালীন আর্থিক সাহায্য দিচ্ছি। সদ্য প্রসূতি মা বা যারা ব্রেস্ট ফিডিং করান, তাদেরও আর্থিক সহায়তা দিচ্ছি। বিশাল সামাজিক নিরাপত্তাবলয়ের যে কর্মসূচি রয়েছে, তার মাধ্যমেও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘খাদ্যের সঙ্গে সঙ্গে যেন পুষ্টি নিশ্চত হয় এবং মানুষ যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়- সেটাই আমাদের লক্ষ্য।’তিনি বলেন, ‘আসুন এই বিশ্বকে আমরা ক্ষুধামুক্ত করি। জাতির পিতা যে চেয়েছিলেন-ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন, সেই লক্ষ্য বাস্তবায়নেই আমরা কাজ করে যাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) প্রতি বছর এই দিবসটি উদযাপন করে থাকলেও সংস্থাটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। বিশ্ব খাদ্য দিবসে আমি তাদের অভিন্দন জানাই।’

মন্তব্য