নির্বাচিত সাহিত্য

ছুঁয়ে দেখো!


ছুঁয়ে দেখো!
নারীকে স্পর্শে রয়েছে সাধনা
শরীরটাকে নয় মন দেখো ছুঁয়ে
মিলবে শান্তি, মিটবে আরাধনা!

হৃদয় ছুঁয়ে দাও,
তবে নাও নারী মন
মাটির পিণ্ড দেহ ভোগে না হও
ধর্ষণের ধর্ষক যেমন!

পাষণ্ড নরপশুদের ভিড়ে
বিকিয়ে দিও না ইমান!
দাও মন, নাও মন
ছুঁয়ো না হয়ে বেইমান!

মাটির দেহ আর অদৃশ্য মন
এ জীবন খেলা শেষ!
মন রবে আজীবন বেচেঁ
স্পর্শে অনুভূতির রেশ!

চল্লিশের বৃক্ষ
চল্লিশের বৃক্ষ আমি আজ
সখা হয়েছি দুজন
পাতায় পাতায় পরিপূর্ণতা
ফলে ফুলে স্বজন

শীতের বাতাস সংকেত দেয়
চুল পাকার আভাস
ক্লান্তি আমার ঘণ্টা বাজায়
হিসাবেই জীবন বাস

চোখের জাল বিষণ্ন মন
মেলে না অঙ্ক সরল জীবন
মধ্য বয়স চল্লিশের দ্বার প্রান্তে
হাতছানি মরনের তবুও
জীবনের অঙ্ক পারিনি মেলাতে
কেন জন্ম কেন মরন কেন মধুরতা
অপূর্ণ জন্ম অপূর্ণ মরণ অপূর্ণ স্বপ্নগাথা।

অঙ্ক
চলছে দুটি সিঁড়ি ভাঙার অঙ্ক;
ভাঙতে ভাঙতে নামছি দুজন!
যোগ বিয়োগের হিসাব মেলানো
আর পাতা ভরা নামতা গণন!

যেন হাজারো চেনা সংখ্যার খেলা
ছোট্ট ভুলে পুরো অঙ্ক গুলিয়ে ফেলা
যোগে যোগে বাড়ে সম্পর্কের হিসাব,
ভালোবাসা-শান্তির যেন কলরব!

বিয়োগে বিয়োগে কমে জীবনের মূলধন!
শূন্যের ভয়ে সঞ্চয় হারিয়ে ছটফট মানব প্রাণ!
একটা ভুল গুণ করে হয় শতগুণ
ভাগ করতেই ভাগ হয়।
জীবন যৌবন মন!

অতীত আর বর্তমান জ্যামিতির প্যাঁচে অসহায়!
জীবনের অঙ্ক মেলানো সত্যি কঠিন দায়!
সিঁড়ি ভাঙার অঙ্ক ভেঙে ভেঙে
শূন্য যোগ বিয়োগ গুণ ভাগে
অলীক জীবন পূর্ণ!

মন্তব্য