ভয়
বেতন কমে হাফ হয়েছে
মাথার উপর চাপ হয়েছে
বাজারে খুব তাপ হয়েছে
শহর ছেড়ে যাচ্ছি ফিরে গাঁয়ে
সামনে ফাড়া পিছে ফাড়া
পকেটে নাই ঘরের ভাড়া
কুড়ে ঘরে ফেরার তাড়া
আঁচল মেলে বসে আছে মায়ে।
চতুর্দিকে সাপের ফণা
মুখ ফেরালো কতজনা
কী যে করা যায় কী করব না
দাঁড়িয়ে আছি ভাঙা কোনো ব্রিজে
বিষ মেশানো বাতাস ধুলো
এই বুঝি আমাকে ছুঁলো
ঢাকছি ভয়ে মাথার চুলও
ইচ্ছে করে লুকিয়ে থাকি ফ্রিজে।
দুশ্চিন্তা
দুশ্চিন্তা ধরলে ঘিরে
যদি ভীষণ বাজে থাকো
বাঁচার জন্য লড়াই করো
প্রিয় কোনো কাজে থাকো।
অবসরের জেল্লা যদি
পাল্লা দিয়ে বাড়তে থাকে
ঘুণপোকারা সুখ খেয়ে নেয়
জীবন বাজি হারতে থাকে।
স্বপ্নখুনির চোখ পাকানো
থামবে না হে কোনদিনও
কেউ পাশে ঠিক দাঁড়িয়ে যাবে
হবে না শোধ তাহার ঋণও।
খুব হতাশা ধরলে ঘিরে
মৃত্যু টানবে কাছে কাছে
ব্যস্ততা থাক জীবনজুড়ে
কাজের ভিড়েই জীবন আছে।