ইতিহাস-ঐতিহ্য নির্বাচিত

বাংলাদেশ-বিশ্বব্যাংকের ২৫ কোটি ডলারের ঋণ চুক্তি সই


বিশ্বব্যাংক থেকে ২৫ কোটি মার্কিন ডলারের উন্নয়ন নীতি সহায়তা ‘সেকেন্ড প্রোগ্রামেটিক জবস ডেভলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি-২)’ পাওয়ার লক্ষ্যে রবিবার (২১ জুন) বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ঋণচুক্তি সই হয়েছে। রবিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের আবাসিক প্রধান মার্সি টেম্বন নিজ দেশ ও সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আইডিএ বেলেন্ড টামর্স-এর আওতায় প্রদত্ত এই ঋণ ৫ বছরের গ্রেড পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য। এ ঋণের অপরিশোধিত অর্থের ওপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১ দশমিক ২৫ শতাংশ হারে সুদ দিতে হবে। সরকার দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ ও পরিবেশ তৈরিসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থার সংশ্লিষ্টতায় সহায়ক কিছু নীতি-কৌশল ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। সূত্র: বাসস

মন্তব্য