দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নাসিমা সুলতানা জানান, মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৫ জন। এর মধ্যে ঢাকার ভেতরে (শহরে) ৬ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়াদের মধ্যে ৬ জনের বয়স ৬০ বছরের বেশি, ৪ জন ৫১-৬০ বছরের মধ্যে, ২ জন ৪১-৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১১-২০ এর মধ্যে। শেষ ব্যক্তি (১১-২০ বছর) ক্যান্সার আক্রান্ত ছিলেন।
এর মাধ্যমে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ১৯৯ জন মারা গেছেন।
এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ৭০৬ জন নতুন রোগীসহ মোট শনাক্ত রোগী ১২ হাজার ৪২৫ জন। তবে এ সময় তিনি করোনায় মারা যাওয়ার কোনো তথ্য জানাননি।
পরে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ জন মারা যাওয়ার কথা উল্লেখ করেন।