আদর
তোমারে দেখলে মনে
হয়, বকা বিষয়ে
তোমার—
কোনোই ভয়ডর নাই।
অশ্রুধারায়
শ্রীলক্ষ্মীর
কান্না কেমন
জানেন নারায়ণ
আর বৃন্দাবন
বৃক্ষ তমাল
যমুনারও আছে
জানা, সুন্দর
দুঃখে
বিষন্ন হয়
না, কোনোদিন।
সে এমন নাম
বুকে রাখে ধরে
চিরকাল—
দুর্ব্বাদলশ্যাম।
ভীতু
ভীরু বুক কাঁপে
দুরুদুরু, তুমি
দাঁড়াও এসে
ঝড়ের
মুখোমুখি;
দেখ
হৃদয়
কেমন
বাঁশি হয়ে
বাজে—ঝঞ্ঝায়।
মন্তব্য