বিশেষ প্রতিবেদন

করোনাকালে বৃষ্টির ছলাকলা (ফটো স্টোরি)


এখন করোনাকাল। মানে মহামারির দাপটে পুরোবিশ্ব থরহরিকম্প। এরই মাঝে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা নামলে মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঝড়ো হাওয়া। এই রাজধানীতে ঝড়ো হাওয়ার কী অর্থ? জানালা খোলা থাকলে কাঁচ ভেঙে যাবে? দরোজা খোলা থাকলে কপাট! এই তো!

কিন্তু গ্রামের মতো বৃষ্টিতে ভেজার আকুতি কি এই রাজধানীতে মিটবে? না, না, মিটবে না। সম্ভবও না। তাই রাজধানীবাসী খাঁচাবন্দি পাখির মতো জানালার গ্রিল গলিয়ে চোখকে পাঠিয়ে দেয় বৃষ্টি ছাঁটের দিকে। নিজেরা থাকে ঘরের ভেতর। সেরকম কয়েকটি ছবি তুলেছেন, সৌখিন ফটোগ্রাফার ও তরুণ আইনজীবী আবিদ।

রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে/ কাজরী নাচিয়া চল পূরনারী হরষে/ কদম তমাল ডালে দোলনা দোলে? কূহুপাপিয়া ময়ূর বোলে,/মনের বনের মুকুল খোলে/ নটশ্যাম সুন্দর মেঘ পরশে। (কাজী নজরুল ইসলাম)

বধূ এমন বাদলে তুমি কোথা?/ আজি পড়িছে মনে মম কত কথা/গিয়াছে রবি শশী গগন ছাড়ি,/ বরষে বরষা বিরহ-বারি;/ আজিকে মন চায় জানাতে তোমায় /হৃদয়ে হৃদয়ে শত ব্যথা। (অতুল প্রসাদ সেন)

মন্তব্য