রান্নাঘর

ফিল্মিস্টাইলে নোয়াখালীতে ব্যবসায়ী খুন, আটক ২


নোয়াখালীর সোনাইমুড়ীতে ফিল্মিস্টাইলে এক তরুণ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম রাহাত হোসেন (২০)। দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিলে খবর পেয়ে তিনি ছুটে আসেন। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর রাতে সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের কাবিলপুর গ্রামে এই ঘটনা ঘটে। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সামাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহরাব হোসেন ভুট্টো ও হিজবুত তওহিদের স্থানীয় নেতা মহিনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহরাব হোসেন ভুট্টো ও হিজবুত তাওহীদের নেতা মহিনের নের্তৃত্বে একদল মুখোশধারী সন্ত্রাসী মঙ্গলবার ভোর ৫টায় সিএনজি ও মোটরসাইকেল যোগে এসে ইউনিয়নের কাবিলপুর উত্তর পাড়ায় অবস্থিত হাজী সুপার মার্কেটে আগুন ধরিয়ে দেয়। এই মার্কেটেই ব্যবসা করতো রাহাত। খবর পেয়ে রাহাত ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করে।

রাহাতের পিতা ফজলুল হক জানান, দোকানে আগুন ধরিয়ে দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা তার ছেলেকে পিটিয়ে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করে। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার মূলহোতা মহিন উদ্দিন ও মেহরাব হোসেন ভুট্টোকে আটক করা হয়েছে। অন্য যারা জড়িত আছে তাদেরও ধরার জন্য অভিযান অব্যাহত আছে।’

মন্তব্য