নির্বাচিত রান্নাঘর

পুলিশের সহযোগিতায় ব্যাংক কর্মকর্তার লাশ দাফন


করোনা উপসর্গ নিয়ে ঢাকায় মারা যাওয়া এক ব্যাংক কর্মকর্তা লাশ নোয়াখালীতে পুলিশের সহযোগিতায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর রাতে নিজ এলাকা কবিরহাটের সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামে তাকে দাফন করা হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান এই তথ্য জানান।

এরআগে, সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মারা যান ওই ব্যাংক কর্মকর্তা। তিনি জ্বর, শ্বাসকষ্ট ও সর্দিতে ভুগছিলেন।

ওসি জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখার ওই কর্মকর্তার লাশ মঙ্গলবার ভোর রাতে তার লাশ কবিরহাট পৌঁছায়। এরপর এলাকায় সাধারণ মানুষ তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মনে করে রাস্তা ব্যারিকেড দিয়ে ক্ষোভ প্রকাশ করে এবং দাফনে বাধা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ভাই ও অ্যাম্বুলেন্স চালকের সহযোগিতায় দাফন করে। তিনি বলেন, ‘ঢাকা থেকে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে কিনা তা জানি না। তবে এখানে কোনও নমুনা সংগ্রহ করা হয়নি।’

কবিরহাট উপজেলার নির্বাহী অফিসার সাজিয়া পারভীন বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নমুনা সংগ্রহের বিষয়ে জানিয়েছি। তিনি বলেছেন, এত দেরিতে পরীক্ষা করলে রিপোর্ট ভালো আসবে না। তারপরও আমরা করোনার নিয়ম-কানুন মেনে দাফন করেছি।’

মন্তব্য