গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা টেস্টিং কিট আগামী ২৫ এপ্রিল (শনিবার) সরকারের কাছে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, সরকারের অনুমোদন পাওয়ার জন্য ওই দিন ৫০০টি র্যাপিড টেস্টিং কিট হস্তান্তর করা হবে।
১১ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রর করোনা টেস্টিং কিট সরকারের কাছে হস্তান্তর করার কথা ছিল। পরে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সমস্যার কথা জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ১১ এপ্রিলের পরিবর্তে ২১ এপ্রিল কিট হস্তান্তর করা হবে।
তিনি বলেন, ‘ওই সমস্যা আমরা কাটিয়ে উঠেছি। ২৫ এপ্রিল কিট হস্তান্তর করা হবে। আশা করি, হস্তান্তরের দুই-তিন দিনের মধ্যে সরকার অনুমোদন দেবে।
ডা. জাফরুল্লাহ জানিয়েছিলেন, তাদের উদ্ভাবিত কিট দিয়ে রক্তের গ্রুপ নির্ণয়ের মতো সহজে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা শনাক্ত করা যাবে। এতে ২০০ থেকে ২৫০ টাকা খরচ হবে। চিকিৎসকের চেম্বার, ওষুধের দোকানসহ বিভিন্ন জায়গায় বসে এ পরীক্ষা করা যাবে।