নির্বাচিত রান্নাঘর

লক্ষ্মীপুরে একদিনেই ১৭ করোনা রোগী শনাক্ত


লক্ষ্মীপুরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নতুন ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে এ তথ্য পাওয়া গেছে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার।

সিভিল সার্জন জানান, বিআইটিআইডিতে করোনা পরীক্ষার জন্য এই জেলার ২৯৪ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে মাত্র ৭৯ জনের নমুনা পরীক্ষা করেই এ ১৭ জন শনাক্ত হয়েছে। এখনও ২১৩ জনের পরীক্ষা বাকি রয়েছে।

তিনি আরও জানান, জেলার প্রথম রোগী নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন। তিনি এখানে এসে অবাধে চলাফেরার কারণে লক্ষ্মীপুর জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আইইসিডিইআর ১২ এপ্রিল লক্ষ্মীপুরসহ চার জেলাকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

নতুন আক্রান্ত ১৭ জনের মধ্যে ১৩ জন রামগঞ্জ উপজেলার, ৩ জন কমলনগর উপজেলার এবং একজন সদর উপজেলার।

মন্তব্য