রান্নাঘর

ফেসবুক লাইভে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার


ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে ওবায়দুল হক টুটুল (৩২) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফেনী পৌরসভার উত্তর বারাহীপুর ভুইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ফেনী মডেল থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও নিহতের বোন রেহানা আক্তার জানান, পাঁচ বছর আগে কুমিল্লার গুণবতী এলাকার আকদিয়া গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারের সাথে ওবায়দুল হক টুটুলের প্রেমের সম্পর্ক হয়। পরে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকে আর্থিক অস্বচ্ছলতা নিয়ে তাদের মধ‌্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো।

এরইমধ্যে টুটুল তার স্ত্রীর পরিবারের কাছ থেকে বেশ কিছু টাকাও নিয়েছেন। আরো টাকার জন্য চাপ দিলে তা দিতে রাজি হননি স্ত্রী।

এসব বিবাদের এক পর্যায়ে আজ বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে স্বামী টুটুল তার স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে টুটুল নিজেই পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টুটুলকে গ্রেপ্তার করে।

সেসময় হত্যায় ব্যবহৃত দা ও ফেসবুকে প্রচার চালানো মোবাইলটি জব্দ করে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয‌্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

টুটুল দম্পত্তির দেড় বছরের একটি কন‌্যা সন্তান রয়েছে। ওবায়দুল হক টুটুল গোলাম মাওলা ভুঞার ছেলে।

মন্তব্য