করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে আইসোলেশনে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল এই তথ্য নিশ্চিত করেন।
আবাসিক মেডিক্যাল অফিসার জানান, মৃত যুবকের বাড়ি হরিণায়। সোমবার হরিণা থেকে কিছু লোক ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। তখন তার শ্বাসকষ্ট ও জ্বর ছিল। রাত ৩টায় ওই যুবককে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। আজ সকালেই তিনি মারা যান।
চাঁদপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. হাবিবুল করিম বলেন, ‘করোনায় তার মৃত্যু হয়েছে কি না, তা জানতে নমুনা সংগ্রহ করা হচ্ছে। করোনা সন্দেহভাজন রোগী হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় তাকে দাফন করা হবে।’ এ ব্যপারে সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
মন্তব্য