দুর্নীতির বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দুর্গত মানুষের জন্য দেওয়া চাল বা খাদ্যশস্য যারা আত্মসাৎ করেছেন, তাদের ছাড়া দেওয়া হবে না। প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিকভাবে তাদের শাস্তি দেওয়া হবে, বিচার পরে দেখা যাবে।’ রোববার (১২ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সশস্ত্র বাহিনীর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিভিল সার্জন ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে করেনাভাইরাস পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘যাদের আমরা দায়িত্ব দিয়েছি, তারা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কিন্তু এরমধ্যে সামান্য এই দু-একটি ঘটনা আমাদের অত্যন্ত কষ্ট দেয়। এটা খুবই একটা ঘৃণ্য কাজ। এ রকম কেউ করবেন না, সেটাই আমি বলবো। এই ধরনের দুর্নীতি কোনোদিনই আমরা বরদাশত করবো না।’
এক্ষেত্রে রাজনীতিবিদদের দায়িত্ব আরও বেশি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশেষ করে আমরা যারা রাজনীতি করি, আমাদের তো আরও বেশি দায়িত্ববোধ থাকতে হবে। যারা সরকারি চাকরি করেন বা সরকারি বেতন পাচ্ছেন জনগণের ট্যাক্সের টাকাতেই সেটা পাচ্ছেন। কাজেই প্রত্যেককেই আজকে কাজ করতে হবে।’
মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রেস সচিব ইহ্সানুল করিম এবং পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া ভিডিও কনফারেন্সে অন্যান্যের মধ্যে গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন। সূত্র: বাসস