উপকূল রিপোর্ট
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দুই বাড়ির ৬ সদস্যকে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে। এরপর বাড়ি দু’টিকে লকডাউন ঘোষণা করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল তাদের। বুধবার (১ এপ্রিল) এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে ৬ জনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম। তিনি জানান, ১৪ মার্চ তাদের মেয়ের জামাই দুবাই থেকে বাড়িতে বেড়াতে এসে ৩ দিন থেকে ১৭ মার্চ চলে যায়। এরপর থেকে তারা জ্বর আক্রান্ত হন। গ্রাম্য ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা নিচ্ছিলেন তারা। দুবাই প্রবাসী জামাই প্রায় ১৭ দিন আগে ওই বাড়িতে এসেছিলেন এবং ১৪ দিন আগে চলে গিয়েছেন।
ডা. মাইনুর ইসলাম আরও বলেন, এখন ওই ছয় জনের সবার সর্দি ও জ্বর রয়েছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে যোগাযোগ করেছি। তাদের উপসর্গগুলোর সঙ্গে করোনার উপসর্গের সঙ্গে মিল নেই। তারপরও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ২/১ দিন হাসপাতালে রেখে হোম কোয়ারেন্টিনে রাখা হবে।
ইউএনও টিনা পাল জানান, অসুস্থদের বাড়ি দু’টি লকডাউন করে প্রশাসনের নজরদারিতে রাখা হয়েছে। একইসঙ্গে এলাকায় সর্তকর্তামূলক মাইকিং করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।