রান্নাঘর

নোয়াখালী পৌর এলাকায় যুবলীগ নেতা সুজনের ত্রাণ বিতরণ


উপকূল রিপোর্ট

নোয়াখালীর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে গরিব-দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পৌরযুবলীগ নেতা আবুল কালাম সুজন। স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত  ৭০০ পরিবারের মাঝে তিনি এই ত্রাণ বিতরণ করেছেন।

ত্রাণ বিতরণ সম্পর্কে জানতে চাইলে সুজন বলেন, ‘আমার এলাকার  গরিব-শ্রমজীবী মানুরা কর্মহীন হয়ে পড়েছে। তারা কাজ করতে পারছে না। এসময় তাদের বাইরে যাওয়াও নিরাপদ নয়। কিন্তু তাদের তো বেঁচে থাকতে হবে। এসব দিক বিবেচনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও আমাদের এমপির সহযোগিতায় আমি গরিব ও দুস্থদের মাঝে প্রতিদিন এ্ই খাদ্যসামগ্রী বিতরণ করছি।’ তিনি আরও বলেন, ‘বিতরণের সময় আমরা নিরাপদ দূরত্ব বজায় চলছি। স্বাস্থ্যবিধি মেনে চলছি।’

ত্রাণকাজে সুজনকে সহযোগিতাকারী নেতাকর্মীরা বলেন, ‘সুজন ভাই জনদরদি মানুষ। মানুষের সুখে-দুঃখে তাকে পাওয়া যায়। বিশেষত নৌয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যেকোনো বিপদে-আপদে তিনি সবার আগে পাশে গিয়ে দাঁড়ান।’

 ত্রাণ পেয়ে স্থানীয়রা বলছেন, সমাজের সবার উচিত সুজনের মতো মানবসেবাই এগিয়ে আসা। তা হলেই সমাজে দ্রুত উন্নয়ন ঘটবে।

সুস্থরা বলছেন, সুজনকে জীবনে কোনোদিন দেখিনি। নাম শুনেছে। তবে আজ সুজন ভাই জদি আমাদের সহযোগিতা না করতেন, তাহলে না খেয়ে থাকতে। বাংলাদেশের ঘরেঘরে যেন সুজন ভাইয়ের মতো সন্তানের জন্ম হয়।

মন্তব্য